০৮. প্রাচ্য নারী - Swami Vivekananda Chicago Speech in Bengali - 1st volume - Swami Vivekananda Bengali vani o rachana

. প্রাচ্য নারী - চিকাগো বক্তৃতা - ০১ম খণ্ড - স্বামী বিবেকানন্দ রচনাবলী

০৮. প্রাচ্য নারী

[চিকাগো ধর্মমহাসভার অধিবেশন-কালে মহাসভারমহিলা পরিচালক বোর্ড’ –এর অধ্যক্ষা মিসেস পটার পামার কর্তৃক আয়োজিত এক বিশেষ সভার চিকাগোর জ্যাক্সনস্ট্রীটে মহিলা সদনে স্বামীজী এই বক্তৃতা দেনChicago Daily Inter-Ocean’ সংবাদপত্রে ২৩শে সেপ্টম্বর(১৮৯৩) নিম্নলিখিত সংক্ষিপ্ত বিবরণী প্রকাশিত হয়]

স্বামী বিবেকানন্দ একটি বিশেষ সভায় প্রাচ্যদেশের নারীদের বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে আলোচনা করেন : কোন জাতির প্রগতির শ্রেষ্ঠ মাপকাঠি নারীদের প্রতি তাহার মনোভাব প্রাচীন গ্রীসে স্ত্রী-পুরুষের মর্যাদায় কোন পার্থক্য ছিল না; পূর্ণ সমতার ভাব বিরাজিত ছিল কোন হিন্দুও বিবাহিত না হইলে পুরোহিত হইতে পারে না; ভাবটা এই যে, অবিবাহিত ব্যক্তি অর্ধাঙ্গ অসম্পূর্ণ পূর্ণ স্বাতস্ত্র্যই পূর্ণ নারীত্ব আধুনিক হিন্দুনারীর জীবনের প্রধান ভাব তাহার সতীত্ব পত্মী যেন বৃত্তের কেন্দ্র- কেন্দ্রর স্থিরত্ব নির্ভর করে তাহার সতীত্বের উপর এই আদর্শের চরম অবস্থায় হিন্দু বিধবারা সহমরণে দগ্ধ হইতেন সম্ভবতঃ পৃথিবীর অন্যান্য দেশের নারীদের অপেক্ষা হিন্দুনারীগণ বেশী ধর্মশীলা আধ্যাত্মিকভাবসম্পন্না যদি আমরা চরিত্রের সকল সদ্গুণ রক্ষা করিতে পারি এবং সঙ্গে সঙ্গে আমাদের নারীদের বুদ্ধিবৃত্তির পুষ্টিসাধন করিতে পারি, তাহা হইলে ভবিষ্যৎ হিন্দুনারী জগতের আদর্শস্থানীয়া হইবেন