রামকৃষ্ণ পরমহংসের অমৃত বাণী(#০৩)
শ্রীশ্রীরামকৃষ্ণ-কথাসার
সংসারাশ্রম
#০৩
যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজসকল কুড়িয়ে রাখেন। গিন্নির কাছে যেমন একটা ন্যাতাক্যাতার হাঁড়ি থাকে, আর সেই হাঁড়িতে গিন্নি পাঁচ রকম জিনিস তুলে রাখে। ভিতরে সমুদ্রের ফেনা, নীলবড়ি, ছােট-ছােট পুঁটলি-বাঁধা শসাবিচি, কুমড়াবিচি, লাউবিচি—এইসব রাখে, দরকার হলে বার করে। মা-ব্রহ্মময়ী সৃষ্টিনাশের পর ঐরকম সব বীজ কুড়িয়ে রাখেন।
0 Comments