রামকৃষ্ণ পরমহংসের অমৃত বাণী(#০৫)
শ্রীশ্রীরামকৃষ্ণ-কথাসার
সংসারাশ্রম
#০৫
ঈশ্বরের সৃষ্টিতে নানারকম জীবজন্তু, গাছপালা আছে।
জানােয়ারের মধ্যে ভাল আছে মন্দ আছে, বাঘের মতাে
হিংস্ৰজন্তুও আছে। গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয়—
এমন আছে; আবার বিষফলও আছে।
সংসারী জীব আছে, আবার ভক্ত আছে।
তার জগতে সকল রকম আছে। সাধুলােকও তিনি করেছেন,
দুষ্টলােকও তিনি করেছেন, সদ্বুদ্ধি তিনিই দেন, অসদবুদ্ধি তিনি
দেন। দুষ্টলােকেরও দরকার আছে।
একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত ছিল।
তখন গােলােক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলাে।
তাঁর নামে প্রজারা কাঁপতে লাগল—এত কঠোর শাসন।
সবই দরকার। সীতা বললেন, “রাম, অযােধ্যায় সব যদি
অট্টালিকা হতাে তাে বেশ হতাে, অনেক বাড়ি দেখছি ভাঙা,
রাম বললেন, “সীতা, সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কী করবে?”
ঈশ্বর সব রকম করেছেন—ভাল গাছ, বিষ গাছ,
আবার আগাছাও করেছেন।
জানােয়ারের মধ্যে ভাল আছে মন্দ আছে, বাঘের মতাে
হিংস্ৰজন্তুও আছে। গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয়—
এমন আছে; আবার বিষফলও আছে।
সংসারী জীব আছে, আবার ভক্ত আছে।
তার জগতে সকল রকম আছে। সাধুলােকও তিনি করেছেন,
দুষ্টলােকও তিনি করেছেন, সদ্বুদ্ধি তিনিই দেন, অসদবুদ্ধি তিনি
দেন। দুষ্টলােকেরও দরকার আছে।
একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত ছিল।
তখন গােলােক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলাে।
তাঁর নামে প্রজারা কাঁপতে লাগল—এত কঠোর শাসন।
সবই দরকার। সীতা বললেন, “রাম, অযােধ্যায় সব যদি
অট্টালিকা হতাে তাে বেশ হতাে, অনেক বাড়ি দেখছি ভাঙা,
রাম বললেন, “সীতা, সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কী করবে?”
ঈশ্বর সব রকম করেছেন—ভাল গাছ, বিষ গাছ,
আবার আগাছাও করেছেন।
0 Comments