২৩শে মার্চ - প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা - স্বামী পরমানন্দ
২৩শে মার্চ
দিনের প্রধান চিন্তা :
সর্বাগ্রে আমরা ভগবানের আশীর্বাদ চাহিয়া লইব।
মুখস্থ করা যায় :
আমি তাে চাহি না কিছু,
লইব কেবল যাহা তুমি দিবে মাের হাতে, নিজের ইচ্ছায়,
সংসার, সম্পদ, অর্থধন, শুন্য তারা, একেবারে হীন,
করে মাের প্রাণমন হৃদয় ভারাতুর।
বিন্দুসম সামান্য আশিস, তােমার
ভরে মাের সমগ্র জীবন, অভিনব আনন্দ শান্তির সম্ভারে।
চাহি আমি প্রভু, তব কৃপা শুধু,
নাহি মাের অন্য কোন সাধ।
উপদেশ :
আমরা যখন শ্রীভগবানের আশীর্বাদ লাভ করি, তখন আমরা যে কাজ করি, বা যাহা আমাদের সংস্পর্শে আসে, সে সকলই তাঁহার আশীর্বাদে রঞ্জিত হয়। তাঁহার আশীর্বাদ লাভ করিয়াছি এই চেতনা যদি আমরা ভিতরে জাগাই তবে ইহা সর্বত্র আমাদের সঙ্গে সঙ্গেই রাখি। এই অনুভূতি এমন নয় যে কখনও আমাদের সঙ্গী হইল, আবার আমাদের ছাড়িয়া চলিয়া গেল। ইহা প্রতিক্ষণ আমাদের সঙ্গে থাকে। এমন কি যখন আমরা ভুল করি বা পড়িয়া যাই তখনও জানি যে আমাদের বিনাশ নাই কারণ আমরা যাহা পাইয়াছি তাহা একান্তই আমাদের।
প্রার্থনা :
আমার হৃদয় যেন সকল সংশয় ও নিরাশা হইতে মুক্ত হয়। তােমার কৃপায় যেন এ হৃদয় শান্তি খুঁজিয়া পায়। তােমার কৃপায় মানুষের পক্ষে সকলই সম্ভব। তাহা পঙ্গুকে গিরি লঙ্ঘন করাইতে পারে,
মূককে বাচাল করে। তােমার আশীর্বাদের প্রতি আমার হৃদয় খুলিয়া দাও। প্রভু, আমি যেন তােমারই মধ্যে জীবনের পূর্ণতা লাভ করি।
শেয়ার বা বুকমার্ক করে রাখুন
0 Comments