লন্ডনে স্বামী বিবেকানন্দ ~ দ্বিতীয় খণ্ড
দ্বিতীয় খন্ড
- শ্রী মহেন্দ্রনাথ দত্ত -
প্রকাশকের নিবেদন
লণ্ডনে স্বামী বিবেকানন্দ, প্রথম খণ্ড, আমরা ১৩৩৮ সালে প্রকাশ করিয়াছিলাম এবং এই দীর্ঘ সাত বৎসর পরে আমরা দ্বিতীয় খণ্ড প্রকাশ করিলাম। আশা করা যায় যে, আমাদের পাঠকগণ এই পুস্তক পাঠ করিয়া সাধনমার্গের বিশেষতঃ রাজযােগ সম্বন্ধে অতি জটিল প্রশ্নসমূহের সমাধান লাভ করিয়া বিশেষ উপকৃত হইবেন। এই গ্রন্থে আসন, প্রাণায়াম ও সাধনমার্গের অন্যান্য বিষয় সম্বন্ধে স্বামিজী লণ্ডনে যে ভাবে লেকচার করিয়াছিলেন, তাহার সারাংশ প্রদত্ত হইয়াছে। যদ্যপি কোনও ব্যক্তি এই পুস্তক পাঠ করিয়া রাজযােগ সাধন সম্বন্ধে কিছুমাত্র অভিজ্ঞতা লাভ করেন তাহা হইলে লেখক তাঁহার শ্রম সার্থক মনে করিবেন।
প্রথম সংস্করণ শ্রী প্যারীমোহন মুখোপাধ্যায়
১০ই পৌষ, ১৩৪৫
Read PDF Online
দ্বিতীয় খন্ড
==================================================
0 Comments