~ অমৃতরসিক শ্রীরামকৃষ্ণ ~
পুরঞ্জনপ্রসাদ চক্রবর্তী
নিবেদন
শ্রীরামকৃষ্ণদেব রসময়—তিনি অমৃত রসিক। তিনি সর্বব্যাপী পরমতম আনন্দের বার্তা পৌঁছে দিয়েছেন মানুষের অন্তরে—রসাশ্রিত গল্প, উপমা ও উদাহরণের মাধ্যমে। সেগুলাে থেকে কিছু কিছু চয়ন করে নিয়ে নিবেদন করলাম সামান্য এই পুস্তক খানি, ‘অমৃতরসিক শ্রীরামকৃষ্ণ’। ব্ৰহ্মরসপিপাসু পাঠক এই পুস্তকখানি পড়ে সামান্যতম তৃপ্তি পেলে আমার প্রচেষ্টা সার্থক হয়েছে বলে মনে করবাে।
আমি অকিঞ্চন—অক্ষম। শ্রীরামকৃষ্ণদেবের রসাশ্রিত তত্ত্বকথা আলােচনা করা আমার পক্ষে ধৃষ্টতামাত্র। তবুও, ‘মরা, মরা’ বলে যদি কোনদিন রামনাম’ জপ করতে পারি তাহলেই আমার জীবন মধুময় হয়ে উঠবে।
জয়তু শ্রীরামকৃষ্ণ।
নিবেদক
পুরঞ্জনপ্রসাদ চক্রবর্তী
========
0 Comments