~ বিদ্যার্থী বিবেকানন্দ ~
শ্রী দুর্গাপদ তরফদার
ভূমিকা
স্বামী বিবেকানন্দের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমাদের ছেলেমেয়েদের জন্যই এই বইটির সূচনা। স্বামীজীর ছেলেবেলার কাহিনী জানবার জন্য তাদের কত আগ্রহ রয়েছে ! কিন্তু বড়দের জন্য লেখা বই তাদের কিশাের-মনের আগ্রহ মেটায় না। তারা ভয়ে ভয়ে ওগুলােকে দূরে রেখে চলে। তাদের স্বাভাবিক আগ্রহ হলাে তাদের মতন বয়সে স্বামীজী কী করতেন, তিনি কী ভাবতেন এবং কী ভাবে নানা ঘটনার ভেতর দিয়ে তিনি বড় হয়েছেন তাই জানা। তিনিও ত’ তাদেরই মতন শিশু থেকে বিশ্ববিখ্যাত হয়েছেন। এই পুরুষ সিংহের জীবনের সেই সব কথা তাদের কিশোর-মনে যত আনন্দ দেবে, উৎসাহ দেবে তেমন আর কিছুই হতে পারে না। আবার স্বামীজির বিরাট জীবনের সব কিছু নির্যাস করে ছেলেদের কাছে পরিবেশন করলে সব সময় তা ওর নিতে পারে না। কারণ বয়সের অনুপাতেই গ্রহণ করবার ক্ষমতা ধীরে ধীরে বাড়ে। তাই শৈশব থেকে আরম্ভ করে ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণের পদছায়ায় আসা পর্যন্ত বীরেশ্বরের অর্থাৎ নরেন্দ্রনাথের শৈশবকালের ও ছাত্র জীবনের নানা কাহিনী ছেলেমেয়েদের জন্য সংগ্রহ করেছি। যে সকল সূত্র থেকে এগুলি সংগ্রহ করা হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই তার উল্লেখ রয়েছে। তাদের সকলের কাছেই আমার কৃতজ্ঞতা স্বীকার করছি।
ইতি
শ্রী দুর্গাপদ তরফদার
Read PDF Online
============
0 Comments