[ebook] সেই বিশ্ববরেণ্য সন্ন্যাসী – মনি বাগচি

~  সেই বিশ্ববরেণ্য সন্ন্যাসী ~

 মনি বাগচি

[ebook] সেই বিশ্ববরেণ্য সন্ন্যাসী – মনি বাগচি

নৌমি গুরু বিবেকানন্দ।
আহিতাগ্নিক সন্ন্যাসী বিবেকানন্দের আত্মাহুতি ব্যর্থ হয়নি। সেই মহাতাপসের হাড় এখনাে বজ্রের মতােন বেজে ওঠে। তার হাতে যেমন ছিল শঙ্খ-পদ্ম, তেমনি ছিল ঝড়-বিদ্যুৎ। রণবিপ্লব তিনি যেমন এনেছিলেন, তেমনি এনেছিলেন শান্তির কুসুমদাম। স্বামী বিবেকানন্দের আবির্ভাব যেন বাংলার আকাশে পূর্বতােরণে নব সূর্যোদয়। তারই জীবনের আলােকে রাঙিয়ে গিয়েছিল ভারত বর্ষ, এশিয়া, সমস্ত পৃথিবী। সব্যসাচীর মতােই মহিমময় সে অভ্যুদয়। তারই কোদণ্ডের উল্লাসে প্রাচ্যদেশ নেচে উঠেছিল —আর সেই কোদণ্ডের টঙ্কারে দিকে দিকে রণিত হয়েছিল ভারতের জয়ধ্বনি। মাভৈঃ মন্ত্রের ডঙ্কা বাজিয়ে শঙ্কা হরণ করেছিলেন তিনি তার স্বজাতির। ধূর্জটির হাতের পিনাকের মতােন তার কণ্ঠের সেই বলিষ্ঠ ভাষা সেদিন। আমাদের প্রাণে এনে দিয়েছিল আশা, উৎসাহ আর বিশ্বাস। 
সেই বিশ্ব-মঠ-বিহারী, যজ্ঞাহুতির হােমশিখার মতােন তেজস্বী তাপস বিশ্ববরেণ্য সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে প্রণাম।

মণি বাগচি
৯০, বাগুইআটি বােড়, 
দমদম, কলিকাতা-২৮

Read PDF Online

Post a Comment

0 Comments