Amiya Bani - Shri Umapada Mukherjee

 অমিয় বাণী - শ্রী উমাপদ মুখোপাধ্যায়

Amiya Bani - Shri Umapada Mukherjee
ভূমিকা
‘অমিয় বাণী’ অমৃতের খনি, কারণ এই একখানি বইয়ে শ্রীমা সারদাদেবী, শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ও তাঁর সকল সন্ন্যাসী-সন্তানের ( সংখ্যায় মােট ১৬ জন) অমৃতময়ী বাণীর এক সমাবেশ। স্বামী বিবেকানন্দের বাণী পৃথকভাবে পাওয়া যায় বলে তার বাণী বেশী দেওয়া হয়নি। অপর ১৫ জনের বাণীর প্রচার বেশী না থাকায় ঐগুলির সার বহু স্থান হতে সংগ্রহ করে এক গ্রথিত করে দেওয়া হল। শ্রীশ্রীরামকৃষ্ণদেবের ভাবধারার সঙ্গে পরিচিত হতে হলে তাঁর সন্ন্যাসীসন্তানগণের উক্তিগুলির অনুশীলন অপরিহার্য। ‘অমিয় বাণী’ এই রকম একখানি বই যাতে শ্রীরামকৃষ্ণ-শিষ্য পূজ্যপাদ স্বামী ব্ৰহ্মানন্দ, প্রেমানন্দ, শিবানন্দ, অদ্ভুতানন্দ, অভেদানন্দ, তুরীয়ানন্দ, সারদানন্দ, রামকৃষ্ণানন্দ, বিজ্ঞানানন্দ, বিবেকানন্দ প্রভৃতি সকলের উপদেশবাণীর সার একসঙ্গে পাওয়া যাবে। পাঠকগণ ‘অমিয় বাণী’ পাঠে উপকৃত হলে শ্রম সফল জ্ঞান করব।
এই উপলক্ষে আমি যাবতীয় রামকৃষ্ণ-বিবেকানন্দ সাহিত্যের রচয়িতা ও প্রকাশকগণের গ্রন্থ হতে উপাদান সংগ্রহ করেছি বলে অশেষ ধন্যবাদের সঙ্গে তাদের নিকট আমার অপরিশােধ্য ঋণ স্বীকার করছি।
‘শিবানন্দ ভবন’
দমদম
বিনীত 
শ্রী উমাপদ মুখোপাধ্যায়
বইটি অনলাইনে পড়তে ও PDF Download করতে নিচে দেখুনঃ-
*****
=====

Post a Comment

0 Comments