শ্রীচৈতন্য ও শ্রীরামকৃষ্ণ - ব্রহ্মচারী অক্ষয়চৈতন্য
অবতরণিকা
বিষয়
ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য ও ভগবান শ্রীরামকৃষ্ণের প্রকটলীলা অবলম্বনে এই গ্রন্থ রচিত। বাঙ্গালীর অশেষ সৌভাগ্যোদয়ে আধাত্মিক জগতের এই দুই শ্রেষ্ঠ মহাপুরুষ বাঙ্গলাদেশে আবির্ভূত হইয়াছিলেন, প্রায় সাড়েতিন শত বৎসরের ব্যবধানে ; এবং বাঙ্গলাকেই সমধিক ভাসাইয়াছিলেন, ও চিরকাল ভাসাইতে থাকিবেন, তাহাদের জ্ঞানগঙ্গা ও মেযমুনার প্লাবনে। বাঙ্গলার আকাশ-বাতাস ইহাদের ভাবধারা-স্পন্দনে মুখরিত, বাঙ্গলার প্রাণ ইহাদের প্রাণ-প্রবাহে সঞ্জীবিত। বাঙ্গলার ধর্ম, ধর্মমূলক সংস্কৃতি ও সেই সংস্কৃতির বাহন ভাষা—সমস্তই ইহাদের দ্বারা প্রভাবিত। সর্বোপরি ইহাদের পদরজঃ ধারণ করিয়া বঙ্গভূমি আজ বিশ্ববাসীর তীর্থক্ষেত্রে পরিণত।এই দুই ‘সবােত্তম নরলীলা’ সর্বাংশে এক নহে, সর্বাংশে এক হইতে পারেও না। কারণ, বৈচিত্র্যই লীলার ধর্ম। আবার রঙ্গমঞ্চ প্রায় এক হইলেও যুগ-প্রয়ােজন ও পারিপার্শ্বিক এক ও অভিন্ন নহে। কথাপি সমুহ বৈচিত্রের পশ্চাতে, অভিনীত প্রায় সকল অঙ্কের পটভূমিতে, সাদৃশ্যই যে অতিমাত্রায় বর্তমান তাহা ভাবুক দ্রষ্টা সহজেই অনুভব করিতে পারেন। এই গ্রন্থ বিভিন্ন অঙ্কে ও গর্ভাঙ্কে সেই সাদৃশ্য দেখাইবার একটা স্কুল ও প্রাথমিক প্রয়াস।
বইটি অনলাইনে পড়তে ও PDF Download করতে নিচে দেখুনঃ-
*****
=====
0 Comments