~ Sri Sri Ramakrishna kathamrita ~
তব কথামৃতং তপ্তজীবনং কবিভিরীড়িতং কল্মষাপহম্ ।
শ্রবণমঙ্গলং শ্রীমদাততং, ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ॥
গোপী গীতার এই শ্লোকটি দিয়েই মাস্টারমশাই অর্থাৎ শ্রীমহেন্দ্রনাথ গুপ্ত (১৮৫৪-১৯৩২) কথামৃত শুরু করছেন। অপূর্ব ও সুন্দর এই মঙ্গলাচরণ। শ্লোকের প্রথমের “কথামৃতম্” শব্দটি দিয়ে মাস্টারমশাই 'শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত’ নামকরণ করেছেন।
কথামৃত কাকে বলে?- যে কথায় অমৃত আছে তাকেই কথামৃত বলে। যে কথা শুনলে, অনুধাবন করলে মানুষ অমৃতের স্বাদ পায়। দুঃখরূপ মৃত্যুর সাগর থেকে উদ্ধার পায় তাই কথামৃত।
“তব কথামৃতম্”- তোমার অর্থাৎ ঈশ্বরের কথা অমৃতের সমান।
“তপ্তজীবনম্” - ত্রিতাপদগ্ধ মানুষের প্রাণে তোমার কথায় শান্তিবারি বর্ষণ করে। সমস্ত রোগ যন্ত্রণার অবসান করে।
“কবি ভিরীড়িতম্” - কবি অর্থাৎ জ্ঞানী যাঁরা, শাস্ত্রমর্ম যাঁরা জানেন, তাঁরা তোমার স্তুতি করেন।
“কল্মষাপহম্” - আমাদের সমস্ত কল্মষ, অর্থাৎ পাপ, কালিমা, মলিনতা- আর আমাদের মনের সবচেয়ে বড় মলিনতা হচ্ছে অজ্ঞানতা- যা এই কথামৃত দূর করে দেয়। শুধু তাই নয় এই কথামৃত পান করে মানুষ অমরত্ব লাভ করে।
“শ্রবণমঙ্গলম্ " - তোমার কথা শুনলেই জীবের মঙ্গল হয়।
“শ্রীমদ্” - এই কথা এমন সৌন্দর্য বিশিষ্ট, একথার ভিতর এমন সুষমা আছে যে মানুষকে অনায়াসে আকর্ষণ করে।
“আততম্”- সর্বত্র বিস্তৃত, আকাশের মতো ব্যাপৃত। শেষ নেই ঈশ্বরের কথায়। নিঃশেষ হয়ে যাবে তা নয়।
“ভুবি' -এই ভুমন্ডলে।
“গৃণন্তি' - গান করেন,স্ততি করেন।
“ভূরিদা জনা” - তারাই প্রকৃত দানবীর।ঈশ্বরীয় প্রসঙ্গ যাঁরা করে, তাঁরাই প্রকৃত দাতা। বহু জন্মের পূর্ণ ফলে ঐ সব মানুষ জন্ম গ্রহণ করেন। ধন্য তাঁরা। ধন্য তাঁদের জীবন।
শ্রীকৃষ্ণের যেমন “গীতা”, শ্রীরামকৃষ্ণের তেমনি “কথামৃত'। এই 'শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত' শ্রীরামকৃষ্ণের পবিত্র বাণীতে পূর্ণ। আর এই উপদেশ মহেন্দ্রনাথ গুপ্ত 'তাঁর অর্থাৎ শ্রীরামকৃষ্ণ ঠাকুরের মুখ থেকে যেমন-যেমন শুনেছেন, তাই লিপিবদ্ধ করে রেখেছেন এই কথামৃত গ্রন্থে। অন্য কারুর কাছ থেকে শুনে তা লিপিবদ্ধ করেননি।'
মাস্টারমশাই বা শ্রীম পাঁচ ভাগে বইটি রচনা করেন।যা যথাক্রমে ১৯০২, ১৯০৪, ১৯০৮, ১৯১০ ও ১৯৩২ সালে প্রকাশিত হয়।
Click on below links to view the respective versions:
শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ Bengali PDF । Online Version । Audio & Video
শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ Bengali PDF । Online Version । Audio & Video
শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ Bengali PDF । Online Version । Audio & Video
শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ Bengali PDF । Online Version । Audio & Video
শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ Bengali PDF । Online Version । Audio & Video